ভাবচাচক বিশেষ্য; যৌগিক ক্রিয়া;...

ভাবচাচক বিশেষ্য; যৌগিক ক্রিয়া; মিশ্রক্রিয়া- নির্ণয়ের টেকনিক, পড়লেই মুখস্থ!

ভাবচাচক বিশেষ্য; যৌগিক ক্রিয়া; মিশ্রক্রিয়া- নির্ণয়ের টেকনিক, পড়লেই মুখস্থ!

হাসনাত আব্দুল্লাহ ব্যাকরণ 02 Sep, 2025 4.3K views

ভাবচাচক বিশেষ্য; যৌগিক ক্রিয়া; মিশ্রক্রিয়া- নির্ণয়ের টেকনিক, পড়লেই মুখস্থ!

জানতে চেয়েছেন, @ABDULLAH ARMAN নামের এক ভাই। তাই রিপ্লাই না দিয়ে আপনাদের কথা বিবেচনা করে সরাসরি পোস্ট করে ফেললাম।
ভাববাচক বা ক্রিয়া বিশেষ্যযে বিশেষ্য পদে কোন ক্রিয়া বা কাজের নাম বোঝায়, তাকে ভাববাচক বিশেষ্য বলে। যেমন: গমন, দর্শন, ভোজন, শয়ন, চলন, পঠন, করা, দেখা, পড়া, বলা, খাওয়া, দেওয়া, নেওয়া, যাওয়া, করানো, নামানো, পড়ানো ইত্যাদি।

TechniQue:

ধাতু + আ/অন/আনো = ভাববাচক বিশেষ্য।
যেমন: দেখা (দেখ্ + আ); খাওয়া (খা + আ); গমন (গম্ + অন); করানো (কর্ + আনো)। এভাবে উপরের সবগুলোই হবে।

যৌগিক ক্রিয়াএকটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্র একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তবে তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন: পাকা আমটি খেয়ে ফেল। এই বাক্যে ‘খেয়ে ফেল’ যৌগিক ক্রিয়া।

TechniQue:

অসমাপিকা ক্রিয়া + সমাপিকা ক্রিয়া = যৌগিক ক্রিয়া।
যেমন: পাকা আমটি খেয়ে ফেল। এখানে ‘খেয়ে ফেল’ (অসমাপিকা + সমাপিকা) = যৌগিক ক্রিয়া। এভাবে সকল উদাহরণের ক্ষেত্রে প্রযোজ্য।
মিশ্র ক্রিয়া: বিশেষ্য, বিশেষণ ও ধ্বন্যাত্বক অব্যয়ের সঙ্গে কর, হ্, দে, পা, যা, কাট্, গা, ছাড়, র্ধ, র্মা প্রভৃতি ধাতুযোগ গঠিত ক্রিয়াপদ বিশেষ বিশেষ অর্থে মিশ্র ক্রিয়া গঠন করে। যেমন:
  1. বিশেষ্যের পরে: আমরা তাজমহল দর্শন করলাম
  2. বিশেষণের পরে: তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম
  3. ধ্বন্যাত্বক অব্যয়ের পরে: মাথা ঝিম ঝিম্ করছে

TechniQue:

বিশেষ্য/বিশেষণ/ ধ্বন্যাত্বক + ক্রিয়াপদ = মিশ্রক্রিয়া।
যেমন: আমরা তাজমহল দর্শন করলাম। এখানে ‘দর্শন’ বিশেষ্য পদ (ভাববাচব বিশেষ্য-উপরে দেখুন) এবং ‘করলাম’ ক্রিয়াপদ = মিশ্রক্রিয়া।
এভাবে, প্রীত (বিশেষণ) হলাম (ক্রিয়াপদ) - একত্র মিশ্রক্রিয়া। ঝিম ঝিম (অনুকার/ধ্বন্যাত্মক) করছে (ক্রিয়াপদ) - একত্র মিশ্রক্রিয়া।
0
4301

Please log in to comment.

বই ও কোর্স বিষয়ে কীভাবে সহযোগিতা করতে পারি?
WhatsApp