‘দংশন’ শব্দের সন্ধি-বিচ্ছেদ: ‘দম্+শন’ না কি ‘দন্+শন’ হবে??‘দংশন’ শব্দের সন্ধি-বিচ্ছেদ নির্ণয় প্রথম এসেছিল প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২০০৯ সালে। এই প্রশ্নের সঠিক উত্তরে পূর্বপদে ‘দম্’ হবে নাকি ‘দন্’ হবে, সেটিই আসল বিষয়!সন্ধি-বিচ্ছেদের নিয়মানুযায়ী: সন্ধিবদ্ধপদে নাসিক্য বর্ণ (ঙ, ঞ, ন, ম, ং) থাকলে বিচ্ছেদে তার স্থলে (ম্) হয় এবং অন্যসব ঠিক থাকে। যেমন:সংবিধান = সম্ + বিধান (ং = ম্)শঙ্কা = শম্ + কা (ঙ্ = ম্)সঞ্চয় = সম্ + চয় (ঞ্ = ম্)সম্মান = সম্ + মান (ম্ = ম্) ইত্যাদি।সাইড ইফেক্ট (পার্শ্বপ্রতিক্রিয়া)উপরিউক্ত নিয়মের মধ্যে আরেকটি নিয়ম আছে। সেটিকে আমি সাইড-ইফেক্ট বলে থাকি। নিম্নে তুলে ধরা হলো:সাইড-ইফেক্ট নিয়ম: সন্ধিপদের ২য় পদের ১ম বর্ণ উষ্মধ্বনি (শ, স, হ) থাকলে তার পূর্বে ‘ম্‘ না হয়ে ‘ন্‘ হয়। যেমন: দংশন = দন্+শন; এখানে ‘দংশন’ সন্ধিবদ্ধ পদের ২য় পদের ১ম বর্ণ উষ্মধ্বনি (শ) থাকায় পূর্বে ‘ম্’ না হয়ে ‘ন্’ হয়েছে, অর্থাৎ দংশন = দন্ + শন (দম্ + শন হবে না)। অনুরূপভাবে-হিংসা = হিন্ + সা,সিংহ = সিন্ + হ,জিঘাংসা = জিঘান্ + সা,বৃংহিত = বৃন্ + হতি।সূত্র: ভাষা প্রকাশ বাঙ্গলা ব্যাকরণ, সুনীতিকুমার চট্টোপাধ্যায়; বাংলা ভাষার ব্যাকরণ, জ্যোতিভূষণ চাকী; ব্যাকরণ মঞ্জরী, ড. মুহম্মদ এনামুল হকসতর্কতা ও সাবধানতা‘সম’ উপসর্গের ক্ষেত্রে উষ্মধ্বনির আগে ‘ন্’ বিষয়টি প্রযোজ্য নয়, সেক্ষেত্রে উপসর্গে ‘ম্’ থাকায় সন্ধিতেও ‘ম্’-ই থাকবে। উদাহরণ: সংসদ, সংসার, সংশোধন, সংশয়, সংহার ইত্যাদি। লক্ষ করুন, উদাহরণগুলোতে ‘ং’ এর পর উষ্মধ্বনি ‘স’, ‘শ’, ‘হ’—থাকলেও ‘সম’ উপসর্গের কারণে ‘ন’ না হয়ে ‘ম’ হয়েছে।সব কথার এক কথা: নিয়ম জানতে পারলেন এবং আত্মতৃপ্তি পেলেন, আলহামদুল্লিহ। এখন কথা হচ্ছে ৩ মাস বা ৬ মাস পরে পরীক্ষায় আসলে মনে থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তাই সহজভাবে মনে রাখুন, দংশন, সিংহ, হিংসা, বৃংহতি—শব্দের বিচ্ছেদে ‘ন্’ হয়। শ্যাষ!!!