পূর্বাহ্ণ, প্রাহ্ণ, মধ্যাহ্ন,...

পূর্বাহ্ণ, প্রাহ্ণ, মধ্যাহ্ন, অপরাহ্ণ, পরাহ্ণ ও সায়াহ্ন এই ৬টি বানান মনে রাখার সূত্র।

পূর্বাহ্ণ, প্রাহ্ণ, মধ্যাহ্ন, অপরাহ্ণ, পরাহ্ণ ও সায়াহ্ন এই ৬টি বানান মনে রাখার সূত্র।

হাসনাত আব্দুল্লাহ বানান 01 Sep, 2025 342.4M views

পূর্বাহ্ণ, প্রাহ্ণ, মধ্যাহ্ন, অপরাহ্ণ, পরাহ্ণ ও সায়াহ্ন এই ৬টি বানান মনে রাখার সূত্র।

[সাধারণত প্রায় শিক্ষার্থীদের মধ্যে এই ৬টি বানান ঝামেলা সৃষ্টি করে। মূলত এই শব্দের বানানগুলোতে ‘ন’ বা ‘ণ’ বর্ণটি নিচে না উপরে সেটি বেশি দ্বিধা তৈরি করে। সুতরাং যাঁরা একেবারে মনে রাখতে পারেন না তাদের উদ্দেশ্যে একটা সূত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। চিত্র অনুযায়ী ব্যাখ্যা পড়ার চেষ্টা করবেন। আশা করি এরপর থেকে আর ভুল হবে না এই ৬টি বানানে 🙂]
চিত্রের ব্যাখ্যা: (চিত্রানুযায়ী মিলিয়ে মিলিয়ে পড়বেন)
১। ‘পূর্বাহ্ণ’ ও ‘প্রাহ্ন’ শব্দের অর্থ হচ্ছে প্রাতঃকাল বা দিনের পূর্বভাগ অর্থাৎ সকালবেলা। এসময় সূর্য নিচে থাকে তাই ‘পূর্বাহ্ণ’ ও ‘প্রাহ্ণ’ বানানে ‘মূর্ধন্য-ণ’ বর্ণটি হ-বর্ণের নিচে হবে।
২। ‘মধ্যাহ্ন’ হচ্ছে দিনের মধ্যভাগ অর্থাৎ দুপুরবেলা। এসময় সূর্য উপরে থাকে তাই শব্দটির বানানে দন্ত্য-ন বর্ণটি উপরে থাকবে; ‘হ’ বর্ণের সাথে।
৩। ‘অপরাহ্ণ’ ও 'পরাহ্ণ' শব্দের অর্থ হচ্ছে দিনের শেষভাগ অর্থাৎ বিকেলবেলা। এসময় সূর্য নিচে থাকে তাই অপরাহ্ণ বানানে ‘মূর্ধন্য-ণ’ বর্ণটি হ-বর্ণের নিচে হবে।
৪। 'সায়াহ্ন' শব্দটি অন্য রকমভাবে মনে রাখতে হবে। ‘সায়াহ্ন’ শব্দের অর্থ সন্ধ্যা। এটি দিন ও রাতের মধ্যভাগ। তাই শব্দটির বানানে ‘দন্ত্য-ন’ বর্ণটি হ-বর্ণের সাথে মধ্যে হবে।
বিশেষ দ্রষ্টব্য: চিত্রের 'ব্যতিক্রম' বানানটি 'ব্যাতিক্রম' ভুল হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত।
এই লিখাটি অনেকটাই ড. মোহম্মদ আমীন স্যারের অনুকরণে লিখা।
2
342446266

Please log in to comment.

Md. Nurnobi Hosen 1 month ago

s

Md. Nurnobi Hosen 1 month ago

ok

বই ও কোর্স বিষয়ে কীভাবে সহযোগিতা করতে পারি?
WhatsApp